বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

টানা বৃদ্ধির পর অবশেষে কমলো স্বর্ণের দাম

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

অবশেষে কমানো হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। নতুন দর অনুযায়ী গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে স্বর্ণের হালনাগাদ দাম।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা কমায় স্থানীয় বাজারেও স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সর্বোচ্চ ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা ছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড গড়েছিল।

নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭৯ হাজার ৬০২ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরির দাম দাঁড়াবে ১ লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৬৭৪ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এদিকে, চলতি বছরে এটি ছিল ৫৪তম দাম সমন্বয়। এর মধ্যে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৩৭ বার, আর কমানো হয়েছে মাত্র ১৭ বার। গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার সমন্বয় হয়েছিল স্বর্ণের দাম, যেখানে ৩৫ বার বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল।

যদিও স্বর্ণের দাম কমানো হয়েছে, তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৭৬ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেটের এক ভরির দাম ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ১৩৫ টাকা অপরিবর্তিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102