বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

গাজায় ইউরোপীয় কূটনীতিতে জার্মানি কেন বাধা দিচ্ছে?

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাস জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন গাজা ইস্যুতে ইইউর অচলাবস্থা ভেঙে নতুন সমাধান ও কার্যকর ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হতে।

তিনি বলেছেন, জার্মানির উচিত বিকল্প প্রস্তাব দিয়ে ইইউকে একমুখী ইসরায়েল সমর্থনের নীতি থেকে সরিয়ে আনা। সম্প্রতি ইসরায়েলের গাজায় স্থল আক্রমণ শুরুর পর এই মন্তব্য করেন কালাস।

পূর্বে ইউরোপীয় সংসদে ভাষণে তিনি ইসরায়েলের প্রতি ইইউর সমর্থন স্থগিত ও ইইউ-ইসরায়েল বাণিজ্য চুক্তি আংশিক সীমিত করার প্রস্তাব দেন। তবে জার্মানি দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র হওয়ায় এই উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের প্রতি জার্মান সমর্থন ঐতিহাসিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে গভীরভাবে প্রোথিত। বার্লিন ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী; চলমান যুদ্ধের মধ্যেই তারা ৪৮৫ মিলিয়ন ইউরোর বেশি অস্ত্র রপ্তানি করেছে, যা গাজায় সামরিক অভিযান তীব্রতর করতে ব্যবহৃত হচ্ছে।

কালাসের সর্বশেষ আহ্বান ইউরোপের জনমতের প্রতিফলন, যেখানে ক্রমবর্ধমানভাবে ইসরায়েলের যুদ্ধাপরাধের নিন্দা ও কঠোর অবস্থানের দাবি উঠছে। এখন প্রশ্ন দাঁড়িয়েছে—জার্মানি কি তার ঐতিহ্যগত অবস্থান ত্যাগ করে অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে একত্রে গাজার মানবিক সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা নেবে, নাকি নিঃশর্ত সমর্থনের কারণে ইইউর বিশ্বাসযোগ্যতাকে আরও প্রশ্নবিদ্ধ করবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102