মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

‘ডেমোক্র্যাটদের ভার্চুয়াল মুখপাত্র’ আখ্যা দিয়ে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও অপবাদ দেওয়ার মামলা করছেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, এই সংবাদমাধ্যমটি ডেমোক্র্যাট দলের ‘ভার্চুয়াল মুখপাত্র’ হিসেবে কাজ করছে।ট্রাম্প এর আগে গত সপ্তাহে হুমকি দিয়েছিলেন, তিনি নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করবেন।কারণ, পত্রিকাটি ২০০৩ সালে কুখ্যাত অর্থপাচারকারী জেফ্রি এপস্টাইনের ৫০তম জন্মদিনে দেওয়া একটি যৌন ইঙ্গিতপূর্ণ নোট ও অঙ্কন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। যেটিতে ট্রাম্পের সই থাকার দাবি করা হয়। তবে ট্রাম্প ও তার সহযোগীরা এই নোট তৈরিতে তার সম্পৃক্ততা অস্বীকার করেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প অভিযোগ করেছেন, ‘ নিউ ইয়র্ক টাইমস তার, তার পরিবার ও তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে।’ তবে ট্রাম্প এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।ট্রাম্প লিখেছেন, ‘আজ আমার জন্য বড় সম্মানের দিন। আমি নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও অপবাদ দেওয়ার মামলা করছি।’  তিনি আরো যোগ করে বলেন, ‘নিউ ইয়র্ক টাইমস অনেক দিন ধরে আমাকে নিয়ে মিথ্যা বলে, বদনাম করে, অপবাদ দিয়ে আসছে, এগুলো আজই বন্ধ হবে!।ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে টাইমসের কামালা হ্যারিসকে সমর্থন দেওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘এই সমর্থনও প্রমাণ করে যে পত্রিকাটি পক্ষপাতদুষ্ট। ট্রাম্প দাবি করেন, সংবাদমাধ্যমে সততা ফিরিয়ে আনার প্রচেষ্টা করছেন। তিনি আরো জানান, মামলা ফ্লোরিডায় দায়ের করা হবে।’ট্যাম্পার ফেডারেল কোর্টে দায়ের করা অভিযোগে ট্রাম্পের আইনজীবীরা বলেছেন, নিউ ইয়র্ক টাইমস ইচ্ছাকৃতভাবে মিথ্যা, বিদ্বেষপূর্ণ, মানহানিকর ও ক্ষতিকর সংবাদ প্রকাশ করেছে। এর উদ্দেশ্য ট্রাম্পের প্রেসিডেন্ট প্রচারণা ও রাজনৈতিক ঐতিহ্যকে ক্ষুণ্ন করা।অভিযোগপত্রে ট্রাম্পের আইনজীবীরা আগের মামলার উদাহরণও টেনেছেন। ডিজনির এবিসি নিউজ ও প্যারামাউন্ট গ্লোবালের সিবিএস নিউজের বিরুদ্ধে আনা মামলাগুলোর ফলে বহু মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ এবং সংবাদে ভুল স্বীকারের ঘটনা। চলতি বছরের জুলাই মাসে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে আনা মামলার কথাও তারা উল্লেখ করেছেন।নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে সর্বশেষ মামলায় ট্রাম্পের আইনজীবীরা বলেছেন, এই মামলায় যে সুনামের ক্ষতি হয়েছে তা বিলিয়ন ডলারের সমান এবং তারা অন্তত ১৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102