রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্র-জনতা, যাঁরা নিজেদের পরিচয় দিয়েছেন “জুলাই যোদ্ধা” হিসেবে, আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে সনদ প্রদান বিলম্বের প্রতিবাদে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।
আন্দোলনকারীদের অভিযোগ, অভ্যুত্থান চলাকালে শহীদ ও আহতদের জন্য নির্ধারিত ‘জুলাই সনদ’ প্রতিশ্রুতি অনুযায়ী সময়মতো প্রদান করা হয়নি। দীর্ঘদিন ধরে বারবার দাবির পরও সরকারিভাবে কোনো অগ্রগতি না থাকায় বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন বলে জানান আন্দোলনকারীরা।
লাল-সবুজের পতাকা হাতে প্রায় শতাধিক আন্দোলনকারী শাহবাগ মোড়ে জড়ো হন, ফলে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের ভাষ্য,
“জুলাই সনদ কোনো দয়া নয়, এটি আমাদের অধিকার। এই সনদের মাধ্যমে স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করতে হবে। না হলে আমরা শাহবাগে অস্থায়ী মঞ্চ গড়ে তুলব এবং অবস্থান চালিয়ে যাব।”
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশপাশি পাশেই সতর্ক অবস্থানে রয়েছে জলকামানসহ দাঙ্গা প্রতিরোধ সরঞ্জাম।
আন্দোলন ঘিরে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও নাগরিকদের ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে একটি সনদ দেওয়ার প্রতিশ্রুতি দেয় সংশ্লিষ্ট দপ্তর। আন্দোলনকারীদের দাবি— সেটি বাস্তবায়ন না হওয়াতেই তারা মাঠে নামতে বাধ্য হয়েছেন।