শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থিত কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন ইপিজেডের অ্যারো ফেভারিট নামে একটি অফিস থেকে শুরু হয়ে আশপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুনের ভয়াবহতা ও দ্রুত বিস্তারের কারণে এলাকার ব্যবসায়িক কার্যক্রমে ব্যাঘাত ঘটে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের ভেতরে কোনো কর্মী আটকা পড়েছেন কি না, বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।

এ ঘটনায় স্থানীয়দের অনেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102