নতুন অর্থবছরের শুরু থেকে আমদানিকারক, রপ্তানিকারক এবং সিঅ্যান্ডএফ (C&F) এজেন্টরা এখন থেকে অনলাইনের মাধ্যমে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক ও কর জমা দিতে পারবেন। শনিবার (৫ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর ও অর্থ বিভাগের উদ্যোগে এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে অর্থ বিভাগের আইবাস++ চালান সিস্টেম সফলভাবে সংযুক্ত করা হয়েছে। ফলে ঘরে বসেই যে কেউ ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবহার করে শুল্ক-কর পরিশোধ করতে পারবেন।
নতুন ব্যবস্থায় অনলাইনে জমা দেওয়া শুল্ক-কর তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে। এতে দ্রুত পণ্য খালাসসহ রাজস্ব আহরণে স্বচ্ছতা ও গতি নিশ্চিত হচ্ছে। এর ফলে সরকারের নগদ অর্থ ব্যবস্থাপনাও হবে আরও কার্যকর ও সুশৃঙ্খল।
চট্টগ্রাম কাস্টম হাউসে পরীক্ষামূলকভাবে চালুর পর ৩ জুলাই প্রথম দিনে ৭৫টি বিলের বিপরীতে ১৩ কোটির বেশি শুল্ক-কর সরাসরি কোষাগারে জমা হয়েছে। আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ দেশের সব কাস্টম হাউসে এ পদ্ধতি চালু হবে।
এনবিআরের ভাষ্যমতে, ৬১ ব্যাংকের ১১,৭০০ শাখার মাধ্যমে অ্যাকাউন্ট ডেবিট বা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমেও কর পরিশোধ সম্ভব হবে। এর আগে কমলাপুর ও পানগাঁও কাস্টম হাউসে পাইলট প্রকল্প চালু হয়েছিল।
এ উদ্যোগ সরকারের রাজস্ব আদায় ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করছে এনবিআর।