বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১৯৫

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। মৃতদের একজন ১৪ বছর বয়সী কিশোর এবং অপরজন ৪৮ বছর বয়সী নারী।

এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৯৫ জন। এর মধ্যে বরিশালে সর্বোচ্চ ৭৪ জন, ঢাকায় ৬০ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৩০ জন, রাজশাহীতে ১৮, চট্টগ্রামে ৮, সিলেটে ৩ এবং ময়মনসিংহে ২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৯ হাজার ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর হিসেব অনুযায়ী, ৩৮ জনের মধ্যে ২০ জন পুরুষ এবং ১৮ জন নারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থানীয়ভাবে এডিস মশার বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102