ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন পাকিস্তানি সেনাবাহিনীর সাবেক জেনারেল খালিদ নাঈম লোদি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উর্দু চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি ইরান পরমাণু অস্ত্র তৈরি ও তা পরিচালনার কাঠামো গড়ে তোলে, তবে কেউ আর দেশটির অস্তিত্ব হুমকির মুখে ফেলতে পারবে না।
তিনি বলেন, ইরান বর্তমানে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও উৎক্ষেপণ ব্যবস্থা গড়ে তুলেছে। তবে পরমাণু অস্ত্র ছাড়া দেশটি আন্তর্জাতিক চাপ ও হুমকি থেকে মুক্তি পাবে না।
জেনারেল লোদি লিবিয়া ও ইরাকের উদাহরণ টেনে বলেন, এই দেশগুলো পরমাণু প্রতিরোধ না থাকায় বিদেশি হামলার শিকার হয়েছে। তার মতে, বর্তমান বিশ্বে শক্তির ভাষাই সবচেয়ে কার্যকর।
তিনি ইরানের সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে পারমাণবিক কর্মসূচির যৌথ প্রস্তাবকে চতুর কূটনৈতিক পদক্ষেপ বলে উল্লেখ করেন। এতে আঞ্চলিক স্বচ্ছতা বাড়বে এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের যুক্তি দুর্বল হবে।
শেষে তিনি বলেন, ইরান নিষেধাজ্ঞার মাঝেও নিজেদের সামরিক ও অর্থনীতিতে উন্নতি করেছে, যা মুসলিম বিশ্বের জন্য একটি উদাহরণ হতে পারে।