সোমবার, ২৩ জুন ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৭ জুন, ২০২৫

থাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ জুন) সকাল ৭টায় শুরু হয় এ জামাতটি। তা শেষ হয় ৭টা ৯ মিনিটে।

এই জামাতের ইমামতি করেন ড. খলিলুর রহমান মাদানী। বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী মুকাব্বির হিসেবে ছিলেন।

এ জামাতে মুসল্লিদের ঢল নামে। জামাত শেষে মুনাজাতে দেশ ও জাতির কল্যাণের দোয়া করা হয়।,

ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম জামাতের পর আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, ইমামতি করবেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। তৃতীয় জামাত সকাল ৯টায়, ইমামতি করবেন ড. মোস্তাক আহমদ।

চতুর্থ জামাত সকাল ১০টায়, এতে ইমামতি করবেন মুফতি এম আবদুল্লাহ। আর পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দিন।

যদি কোনো জামাতের জন্য নির্ধারিত ইমাম উপস্থিত না থাকতে পারেন, তাহলে সংশ্লিষ্ট জামাত পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম। এদিকে, প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে, হাইকোর্ট প্রাঙ্গণে সকাল ৭টা ৩০ মিনিটে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102