ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসামে প্রাণ গেছে ১৭ জনের। এ ছাড়া অরুণাচল প্রদেশে ১২, মেঘালয়ে ৬, মিজোরামে ৫, ত্রিপুরায় ২ এবং নাগাল্যান্ড ও মণিপুরে একজন করে মারা গেছেন।
বুধবার (৪ঠা জুন,২০২৫) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত সাতটি রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আসামে ২১টি জেলার ৬ লাখ ৩০ হাজারের বেশি মানুষ দুর্ভোগে রয়েছেন। ব্রহ্মপুত্রসহ বেশ কয়েকটি নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অরুণাচল প্রদেশে ঘরবাড়ি, সড়ক ও বিদ্যুৎ-সেবা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। মিজোরামে গত ১০ দিনে ৫০০টিরও বেশি ভূমিধস হয়েছে, প্রাণ গেছে ৩ রোহিঙ্গাসহ ৫ জনের।
ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও হাজারো মানুষ এখনও পানিবন্দি। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রী ও মণিপুরের রাজ্যপালের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।