বুধবার, ২৫ জুন ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

খিলগাঁওয়ে বাসের ধাক্কায় এসআই নিহত

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর খিলগাঁও-এ বলাকা বাসের ধাক্কায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৭) নিহত হয়েছেন। সোমবার (২রা জুন, ২০২৫) রাত সাড়ে ৮টা নাগাদ খিলগাঁও ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনাটি ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন প্রেস ব্রিফিংএ নিহতের সংবাদটি নিশ্চিত করেছেন। ব্রিফিংএ তিনি আরও জানান, এসআই কামরুল ইসলাম বাসাবো এলাকা থেকে মোটরসাইকেলে মতিঝিল থানায় যাচ্ছিলেন। খিলগাঁওয়ের খলিলের গোস্তের দোকানের কাছে পৌঁছালে, বলাকা পরিবহন নামে একটি বাসটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ৯টায় হাঁসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পুলিশ সদস্যের মরদেহ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে।

নিহত এসআই কামরুল ইসলাম নেত্রকোনা সদর থানার বাসিন্দা ছিলেন এবং খিলগাঁওয়ের বাসাবো এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন। তার বিপি নম্বর- ৯০১৯২২৩২১৫।

এ ঘটনায়, ঘাতক বাসটিসহ এবং চালক জাহাঙ্গীর আহমেদ টিপুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102