শনিবার, ১৪ জুন ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

ঈদের আগে লাশ হয়ে ফিরলেন বাবা-ছেলে

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছিলেন তারা—কিন্তু পৌঁছানো হলো না আর। পথেই থেমে গেল জীবনের গতি। টাঙ্গাইলের বাসাইল উপজেলায় যমুনা সেতু পূর্ব মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিনজন—বাবা ও তার দুই ছেলে। এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩রা জুন,২০২৫) সকাল ৯টার দিকে বাসাইলের করাতিপাড়া বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার কামারচর এলাকার বাসিন্দা আমজাদ হোসেন (৬৫), তার বড় ছেলে রাহাত (২৬) ও ছোট ছেলে অতুল (১৪)। তারা ঢাকায় কর্মসূত্রে ছিলেন, ঈদ উপলক্ষে পরিবার নিয়ে শেরপুরে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথেই থেমে যায় তাদের যাত্রা।

এ দুর্ঘটনায় আহতরা হলেন, আমজাদ হোসেনের স্ত্রী মাকসুদা (৬০), পুত্রবধূ মরিয়ম (২৫) ও বরিশালের নাজমুল হোসেন (৪০)। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মাইক্রোবাসটি করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঈদের আনন্দের আগে এমন ট্র্যাজেডি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়েছে পরিবারটি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102