আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার (১ জুন) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এই কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে।
শনিবার (৩১ মে) বিকেলে গাজী এম এইচ তামিম জানিয়েছেন, ট্রাইব্যুনালে আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হবে। ট্রাইব্যুনাল অনুমতি দিলে বিটিভি সরাসরি সম্প্রচার করবে শুনানি।
গত ১২ মে, তদন্ত সংস্থার কর্মকর্তারা জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলার শুনানি পরিচালনা করছে। তদন্ত সম্পন্নের জন্য গত বছরের ডিসেম্বরে ট্রাইব্যুনাল দুটি মামলায় দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানো ও হত্যার জন্য শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই মামলা চলছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আলোচিত কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড হত্যার বিচার কাজ, উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান এসান্স এর বিচারের দৃশ্যও সরাসরি সম্প্রচার করে গণমাধ্যম। বিশ্বের অন্তত ২১টি দেশ মামলার গুরুত্ব বিবেচনায় বিচারকাজ সরাসরি সম্প্রচার করে আসছে।