রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

ইরানে ইসরাইলকে হামলা না করার পরামর্শ: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চলমান পরমানু আলোচনা চলাকালে ইসরাইলকে পরামর্শ জানিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে সামরিক হামলা না চালাতে বলা হয়েছে। হামলার মতো পদক্ষেপ অযৌক্তিক হবে বলে তিনি মন্তব্য করেছেন।

এএফপির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে হামলা থেকে বিরত থাকতে বলেছেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি তার জবাবে হ্যা বলেন।

তিনি আরও বলেন, আমি তাকে (নেতানিয়াহু) বলেছি এখন হামলা-সংঘাত ঠিক হবে না। কেননা আমরা একটি সমাধানের দাঁরে চলে এসেছি। ইরান একটি চুক্তি করতে চায়। যদি চুক্তিটা হয়ে যায় তাহলে অনেক প্রান বেঁচে যাবে।

এদিকে, বুধবার ইরান জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হয়, তবে তারা আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)-এর মার্কিন পরিদর্শকদের নিজস্ব পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশের বিষয়টি বিবেচনায় নিতে পারে।

উল্লেখ্য, ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে সরে যায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102