বুধবার, ২৫ জুন ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর মিরপুরে দিনেদুপুরে প্রকাশ্যে গুলি করে মো. মাহমুদুল ইসলাম (৫৫) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি আছেন ওই ব্যবসায়ী। মঙ্গলবার (২৭শে মে,২০২৫) বেলা ১০টার দিকে রাজধানীর মিরপুর স্টেডিয়ামের পাশে আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী  মাহমুদুল ইসলাম মাহমুদ মানি এক্সচেঞ্জে নামে একটি প্রতিষ্ঠান চালান। মঙ্গলবার তার বাসা থেকে মিরপুর-১০ গোলচত্বরে অবস্থিত অফিসে যাওয়ার পথে স্টেডিয়াম সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা সঙ্গে থাকা টাকা দাবি করলে মাহমুদুল তা না দিলে দুর্বৃত্তরা তার কোমরে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ মাহমুদুলের গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন।

এ ঘটনায় মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রোম্মন জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্তে একাধিক টিম কাজ করছে।”

এদিকে মিরপুরে দিনেদুপুরে এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102