বুধবার, ২৫ জুন ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

জাতীয় দলের বোলিং কোচ দায়িত্বে মুশতাক-টেইট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশ জাতীয় দলের নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন শন টেইট। পাকিস্তান সিরিজে প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে দলের ক্যাম্পে যোগ দিয়েছেন অজির সাবেক পেসার ও স্পিন বোলিং কোচ সাকলায়েন মুশতাক। 

তবে জিম্বাবুয়ে-সংযুক্ত আরব আমিরাত সিরিজেও মুশতাক বাংলাদেশের দলে ছিলেন না। তার অবর্তমানে দায়িত্ব পালন করেছেন দেশীয় কোচ সোহেল ইসলাম। তবে এবার নিজ দেশ পাকিস্তান সিরিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে তাকে পাওয়া গেছে।

এদিকে আরব আমিরাতের বিপক্ষে হেরে আত্মবিশ্বাস ক্ষয়ে যাওয়ায় টেইটের জন্য সিরিজটা চ্যালেঞ্জিং হতে পারে।

অন্যদিকে পাকিস্তানের কোচিং প্যানেলেও আসছে বড়সড় পরিবর্তন। বাংলাদেশ সিরিজ দিয়েই পাকিস্তানে শুরু হতে যাচ্ছে মাইক হেসনের অধ্যায়। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন হানিফ মালিক, বোলিং কোচ হিসেবে অ্যাশলি নফ এবং ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ মাসরুর।

প্রসঙ্গত,  বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৮ ও ৩০ মে এবং ১ জুন। শুরুতে ৫ ম্যাচের সিরিজ থাকলেও পরিবর্তিত বাস্তবতায় সেটিকে ৩ ম্যাচে নামিয়ে আনতে হয়েছে দুই দেশের বোর্ডকে। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102