গত রবিবার (২৫ মে) বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭ উপলক্ষ্যে আয়োজিত প্রার্থী পরিচিতি সভার দ্বিতীয় দিনে ঐক্য পরিষদের প্রার্থীরা তাদের ১৬ দফা নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। বিজিএমইএ নির্বাচনী বোর্ডের তত্ত্বাবধানে আয়োজিত এই সভা বিজিএমইএ কমপ্লেক্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান, বিসিআইসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানটি শুরু করেন।
ঐক্য পরিষদের পক্ষে ইশতেহার উপস্থাপন রোমো গ্রুপের চেয়ারম্যান ও ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ মহসিন (সিআইপি)। তার নেতৃত্বে ব্যালট নম্বর ৭১ থেকে ৭৬ পর্যন্ত প্রার্থীরা উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে নিজেদের লক্ষ্য ও প্রতিশ্রুতি তুলে ধরেন।
ইশতেহারগুলোর মধ্যে রয়েছে, সদস্যদের মতামতের ভিত্তিতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, নিয়মিত সাধারণ সভা ও মতবিনিময় আয়োজন করে সদস্যদের কার্যক্রমে সম্পৃক্তকরণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বিদ্যমান নীতিমালার সংস্কার, নন-বন্ড কারখানার সমস্যায় দ্রুত সমাধানের জন্য বিশেষ সেল গঠন, পরিচালনা বোর্ডের কার্য বিবরণী নিয়মিত প্রকাশের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিতকরণ, সদস্যদের জন্য উন্মুক্ত ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশসহ ১৬ দফা।
সভায় উপস্থিত ছিলেন নির্বাচনী বোর্ডের অন্যান্য সদস্যরা এবং প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসাইন, খালেদ এমডি ফয়সাল ইকবাল, এ.কে.এম. আবু রায়হান, এমডি মহসিন অপু, শেখ এরশাদ উদ্দিন প্রমুখ।
বিজিএমইএ নির্বাচন উপলক্ষে ২৪-২৬ মে পর্যন্ত তিন দিনব্যাপী ঢাকা অঞ্চলের প্রার্থী পরিচিতি সভা চলছে। এই সভাগুলোতে প্রার্থীরা ভোটারদের সামনে তাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরার সুযোগ পাচ্ছেন।