সোমবার, ২৩ জুন ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

রাজধানীর উত্তরা ১১নং সেক্টরকে নিরাপত্তার বলয়ে আনতে সিসি ক্যামেরা স্থাপন

উত্তরা ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৪ মে, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরা ১১নং সেক্টরকে নিরাপত্তার বলয়ে আনতে সেক্টরের প্রতিটি রাস্তায় সিসি ক্যামেরা স্থাপন হয়েছে। আজ শনিবার (২৪শে মে,২০২৫) দুপুর ১২টা নাগাদ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সোসাইটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমন কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি মোঃ মহিদুল ইসলাম (পিপিএম)। তিনি বলেন, “এটি একটি সময়োপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ। প্রযুক্তির সহায়তায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। আমরা আশা করি, অন্যান্য সোসাইটিও এ ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে আসবে।”

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, সোসাইটির উপদেষ্টা লে. কর্ণেল আ ক ম জাহিদ হোসেন (অবঃ)। তিনি বলেন, “এ ধরণের কার্যক্রম শুধু নিরাপত্তা নয়, সামাজিক শৃঙ্খলাও নিশ্চিত করবে।” বিশেষ অতিথি উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ  মোঃ হাফিজুর রহমান, পিপিএম-সেবা বলেন, “পুলিশের পাশাপাশি নাগরিক সমাজ যদি সচেতনভাবে নিরাপত্তা রক্ষায় ভূমিকা রাখে, তবে অপরাধ দমন অনেক সহজ হয়। এই ক্যামেরা আমাদের কার্যক্রমেও সহায়ক হবে।”

এছাড়াও উপস্থিত ছিলেন, র‍্যাব-১ এর কমান্ডার, মেজর, আহনাফ, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেন, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, পিপিএম-সেবা, সোসাইটির সাবেক সভাপতি, ডা: মইন উদ্দিন আহমেদ,  উত্তরা ১১নং সেক্টর বায়তুন নূর জামে মসজিদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সোসাইটির উপদেষ্টা, হাজী আরব আলী, আহবায়ক ও সোসাইটির ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক, মোহাম্মদ সাইফুল্লাহ সৃজন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোগল ভূঁইয়া, নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম মুন্সী, সহ-নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান রাজা, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আশরাফুল ইকবাল ভূঁইঞা সুজনসহ স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102