বুধবার, ২৫ জুন ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের গোলটেবিল বৈঠক ও শীর্ষক আলোচনা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম: শনিবার, ২৪ মে, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘লাখাইয়ের উন্নয়নে প্রতিবন্ধকতা ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠক। আজ শনিবার (২৪শে মে,২০২৫) কালাউক উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে এ গোলটেবিল বৈঠক ও শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আহ্বায়ক আমিন ইকবালের সভাপতিত্বে ও সদস্যসচিব শিপার মাহমুদের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া, ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মো. শামসুল ইসলাম, ঢাকাস্থ লাখাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি তাজুল ইসলাম মোল্লা তাজ, মুড়িয়াউক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আলাউদ্দিন প্রমুখ।

অন্যদিকে আলোচনায় অংশ নেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম তালুকদার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মো. শহীদুল্লাহ, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন, লাখাই উপজেলা বাসাসের সভাপতি মো. তোফাজ্জুল হক, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল হক, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. নাজমুল হক কামাল, মারুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম বাহার, মুড়িয়াউক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আলাউদ্দিন, লাখাই উপজেলা বাসাসের সভাপতি মো. তোফাজ্জুল হক।

এছাড়াও গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাসেম, লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মো. আলী নোয়াজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, লাখাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক প্রমুখ।

আলোচনায় বক্তারা উপজেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক জবাবদিহি, সুতাং নদী রক্ষা, রাজনৈতিক সম্প্রীতি ও বিশেষ করে দাঙ্গামুক্ত লাখাই বিনির্মাণে গঠনমূলক আলোচনা এবং সমস্যা নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102