বিএনপির স্থায়ী কমিটি জরুরী সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। আজ বৃহস্পতিবার (২২শে মে, ২০২৫) বিকেল ৪ টার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। তথ্যটি নিশ্চিত করেছেন সংগঠনটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিনে দফায় দফায় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সংবাদ সম্মেলনে দেশে চলমান জাতীয় ও আন্তর্জাতিক বিষয় গুলো সামনে রেখে দলটির সর্বোচ্চ অবস্থান তুলে ধরবে স্থায়ী কমিটি।
আরেকটি সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার দুই ছাত্র উপদেষ্টাকে সরাতে বিএনপির তৎপরতা রয়েছে। কোনোভাবেই নির্বাচনি সরকারে ছাত্রদের প্রতিনিধিত্ব দেখতে চায় না বিএনপি। এরইমধ্যে অন্তবর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে সরাতে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে বিএনপি।