শনিবার, ১৪ জুন ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

ঢাকাস্থ লাখাই উপজেলা উলামা পরিষদের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২১ মে, ২০২৫

আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে ‘ঢাকাস্থ লাখাই উপজেলা উলামা পরিষদ’। গতকাল বুধবার (২০ মে) বিকাল ৩টায় পল্টন টাওয়ারের ৪র্থ তলায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের হলরুমে এক আলোচনা সভা শেষে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা হামিদুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা জুনাইদ আহমদ নিয়াজী। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি আমিন ইকবাল। কমিটিতে ৩১ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন ৫ জন আলেম।

উপদেষ্টারা হলেন-মুফতি শাকির মাহমুদ, মুফতি আব্দুল কাদির, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা জয়নাল আবেদীন, মুফতি সাইফুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়ন সহ-সভাপতি মুফতি মুহসিনুল করীম, ও মুফতি হাবিবুর রহমান। সহ-সভাপতি- মুফতি লুৎফুর রহমান, মুফতি এনামুল হাসান, মুফতি সালাহ উদ্দিন (জিরুন্ডা), মাওলানা মুহসিন উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক- মুফতি হোসাইন আহমদ। সহ-সাধারণ সম্পাদক- মাওলানা শহিদুল ইসলাম ও মুফতি মোফাজ্জল হোসাইন।

সহ-সাংগঠনিক সম্পাদক- মাওলানা শামীম হুসাইন, অর্থ সম্পাদক- মাওলানা জহিরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক- মুফতি আব্দুর রহমান, প্রচার সম্পাদক- মাওলানা শাহিনুর রহমান, সহ-প্রচার সম্পাদক- মাওলানা জাহিদ মাহমুদ, দপ্তর সম্পাদক- মাওলানা ওয়াহিদুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক- মুফতি লোকমান হোসাইন আমিনী, দাওয়াহ ও গবেষণা সম্পাদক- মাওলানা কামরুল হাসান নকিব, প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা সা’দ আশরাফ, সমাজকল্যাণ সম্পাদক- মাওলানা রাসেল আহমদ, ত্রাণ বিষয়ক সম্পাদক- মুফতি জোবায়ের বিন মুহসিন, প্রকাশনা সম্পাদক- মাওলানা কারী জালাল উদ্দিন খালেকী, পাঠাগার সম্পাদক- মুফতি আলী আফজাল, জাতীয় ও আন্তর্জাতিক সম্পাদক- মুফতি হাবিবুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক- মুফতি আফজাল হুসাইন, আপ্যায়ন সম্পাদক- মাওলানা তানভীর হাসান। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন- মাওলানা আব্দুল্লাহ আল হাদী, মাওলানা মোজ্জাম্মেল হক ও মুফতি আতাউর রহমান।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঢাকাস্থ লাখাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি তাজুল ইসলাম মোল্লা তাজ, ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির সভাপতি ও লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মো. শামসুল ইসলাম, ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সদস্য সচিব শিপার মাহমুদ ও বিশিষ্ট ব্যবসায়ী জানে আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102