বিএনপির নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছেন। আজ বুধবার (২১শে মে,২০২৫) ফেসবুকের এক পোস্টে এ দাবি জানান তিনি।
দাবিতে তিনি লিখেন, গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। তারা এখন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, নয়তো ভবিষ্যতে সরাসরি যুক্ত হবেন বা নির্বাচন করবেন, এটা সুস্পষ্ট। তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দৃষ্টান্ত টেনে বলেন, নাহিদ ইসলাম চাইলে মন্ত্রিত্ব ধরে রেখে দল গঠন করতে পারতো। কিন্তু তিনি রাজনৈতিক শ্রদ্ধাচার বজার রাখতে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করেছেন। একদিন ভোটে জয়ী হলে আপনারাও সম্মান ও দায়িত্ব ফিরে পাবেন।
তিনি আরও বলেন, ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে, এটা থেকে বিরত থাকার বা শতভাগ নিরপেক্ষ থাকার বিন্দুমাত্র সম্ভাবনা অথবা ক্ষমতা আপনাদের নাই। কারোরই থাকে না। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে কিন্তু অন্য সবাই।’
শেষ বক্তব্যে তিনি বলেন, ‘বন্দোবস্ত তো আগেরটাই অনুসরণ হচ্ছে। আরও পাকাপোক্ত করা হচ্ছে বললেও ভুল হবে না। আপনাদের পদত্যাগের দাবি থেকে সরার কোনো সুযোগ নাই। আপনারাই বা কেন থাকতে চাচ্ছেন?’