বুধবার, ২৫ জুন ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

রাজশাহীতে জন্ম নিল দুই মাথা, তিন কান ও চার চোখবিশিষ্ট বাছুর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: রবিবার, ১৮ মে, ২০২৫

রাজশাহীর দুর্গাপুরে জন্ম নিয়েছে দুই মাথা, তিন কান ও চার চোখবিশিষ্ট একটি অস্বাভাবিক বাছুর। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে উপজেলার আলিপুর নান্দিপাড়া গ্রামে। 

রোববার (৪ মে) সকালে স্বরসতী দেবী নামের এক গৃহস্থের বাড়িতে গাভীটি এ বাছুরটির জন্ম দেয়।বাছুরটির এমন আকৃতির কথা ছড়িয়ে পড়তেই স্থানীয় জনতা কৌতূহলবশত ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে। গাভীর মালিক জানান, জন্মের পর থেকে বাছুরটি এখনো দাঁড়াতে পারেনি এবং একা একা মায়ের দুধ পান করতেও অক্ষম।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘বাছুরটির এই শারীরিক বৈশিষ্ট্য ‘কনজেনিটাল অ্যানোমালিস’ নামক জন্মগত ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। সাধারণত এমন বাছুর দীর্ঘদিন বেঁচে থাকে না। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাছুরটির পর্যবেক্ষণ করেছি এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, এ ধরনের ঘটনা খুবই বিরল হলেও মাঝে মাঝে পশু-পাখির মধ্যে এ ধরনের জন্মগত জটিলতা দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102