সোমবার, ২৩ জুন ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

ভারতের কোন ‘গোপন তথ্য’ জানতে গুগলে সার্চ দিচ্ছে পাকিস্তানিরা?

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ১৮ মে, ২০২৫

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা কেবল ভারতকেই নাড়া দেয়নি, এর প্রভাব প্রতিবেশী দেশ পাকিস্তানেও প্রবলভাবে দৃশ্যমান। হামলার তথ্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে, এক নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে পাকিস্তানে যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন।পাকিস্তান হোক বা ভারত, চীন হোক বা মার্কিন মুলুক, আজকাল যে কোনও দেশের নাগরিকের জীবনেই একটি বড় জায়গা নিয়ে ফেলেছে সোশ্যাল মিডিয়া। আর সেইসঙ্গে সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।ছোট কিছু হোক বা বড়, যাই হোক না কেন যে কোনও তথ্যের জন্য মানুষ বিশ্বাস রাখে এই সার্চ ইঞ্জিনের ওপর। আর তাতেই প্রত্যেক ব্যক্তির খোঁজের উপর ভিত্তি করে প্রতি মুহূর্তে তৈরি হতে থাকে নতুন নতুন গুগল ট্রেন্ড।কী বলছে সে দেশের ট্রেন্ড? জানলে অবাক হবেন পাকিস্তানে গুগলে এখন ভারতীয় নেতাদের, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর অনুসন্ধান কার্যকলাপ প্রভূত ভাবে বৃদ্ধি পেয়েছে বলে ভারতের গণমাধ্যমের খবর। গুগল ট্রেন্ডস অনুসারে, ‘পহেলগাঁও আক্রমণ’, ‘কাশ্মীর আক্রমণ’, ‘মোদি’, ‘ভারতের প্রতিশোধ’ এবং ‘জম্মু’ -র মতো কীওয়ার্ডগুলো পাকিস্তানে সবচেয়ে বেশি অনুসন্ধান করা হচ্ছে।আর বিশেষ করে, ‘পহেলগাঁও’ শব্দটি পাকিস্তানে তৃতীয় স্থানে ট্রেন্ডিং করছিল, যা ইঙ্গিত দেয় যে সাধারণ পাকিস্তানি নাগরিকরাও এই ঘটনা এবং এর পরে ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন।সোশ্যাল মিডিয়ায় ভয় এবং জল্পনা-কল্পনা: কেবল গুগল সার্চই নয়, পাকিস্তানের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন এক্স (পূর্বে ট্যুইটার), ফেসবুক এবং ইউটিউবেও এই বিষয়ে প্রচুর আলোচনা দেখা যাচ্ছে। পাকিস্তানে #PahalgamTerroristAttack এবং #Modi এর মতো হ্যাশট্যাগ ট্রেন্ডিং করছে।সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা গুগল সার্চের স্ক্রিনশট শেয়ার করেছেন যা স্পষ্টভাবে বোঝায় যে পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভারতের সামরিক প্রতিক্রিয়া সম্পর্কিত তথ্য ক্রমশ আরও বেশি বেশি করে অনুসন্ধান করছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102