শনিবার, ১৪ জুন ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বলেছেন, আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম আগামী জুলাই থেকে ২০ শতাংশ কমবে।আজ বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।আগামী ১ জুলাই থেকে আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘পরে গ্রাহক পর্যায়ে দাম কমবে। মোবাইল কম্পানিগুলোকে বলতে চাই, ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।আমরা নাগরিকদের কম দামে মানসম্পন্ন ইন্টারনেট দিতে চাই।’এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. জহিরুল ইসলাম, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102