মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

আমরা ফিলিস্তিন গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পঠিত
গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনতা। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন তারা।সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সর্বস্তরের জনতা একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে ইন্দ্রপুল বাইপাস সড়কের মোড়ে গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে দল-মত-নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

এতে ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’; ‘ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো’; ‘নেতানিয়াহুর গালে গালে জুতা মারো তালে তালে’সহ নানা ক্ষোভ ও প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিবেক আজ নির্বিকার। কোথায় সেই মানবাধিকার? যেখানে শিশু, নারী, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘসহ বিশ্ববাসী নীরব দর্শকের ভূমিকায় রয়েছে।সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ইহুদিদের পণ্য বর্জনের আন্দোলন বেগবান করতে হবে। ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন। এই পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরব লিগের নীরব ভূমিকা অত্যন্ত হতাশাজনক। ইসরায়েল যদি এখনই হামলা বন্ধ না করে, তবে মুসলিম বিশ্ব ‘মার্চ টু ফিলিস্তিন’ কর্মসূচির মাধ্যমে জবাব দিতে বাধ্য হবে।বিশেষ করে বাংলাদেশ সরকারের প্রতি ফিলিস্তিন রক্ষায় কার্যকর কূটনৈতিক চাপ প্রয়োগ এবং আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় তরুণসমাজ ও গণমানুষেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102