মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

আমেরিকায় বন্দুক সহিংসতা বাড়ছে: গুলিতে ৩ তরুণ নিহত, আহত ১৫

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১১ বার পঠিত

আমেরিকার মেক্সিকো অঙ্গরাজ্যে একটি পার্কে গোলাগুলির ঘটনায় কমপক্ষে তিনজন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ১০টার দিকে নিউ মেক্সিকোর লাস ক্রুসেসের ইয়ং পার্কে একটি গাড়ি প্রদর্শনী চলাকালে দুই পক্ষের মধে ঝগড়া বাঁধে এবং পরে তা গুলি বিনিময় পর্যন্ত গড়ায়। ঘটনাস্থলে ৫০-৬০টি গুলির খোসা পাওয়া গেছে। গোলাগুলির সময় পার্কে প্রায় ২০০ মানুষ উপস্থিত ছিলেন।শনিবার এক সংবাদ সম্মেলনে লাস ক্রুসেস পুলিশ প্রধান জেরেমি স্টোরি জানান, সাম্প্রতিক সময়ে ইয়ং পার্কটি সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিনত হয়েছে।স্টোরি বলেন, পুলিশ বিভাগ অপরাধ কমাতে পদক্ষেপ নিয়েছে, যেমন রাত ১১ টায় পার্কটি তালাবদ্ধ করা।পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজনের বয়স ১৯ বছর এবং একজনের বয়স ১৬ বছর। অন্যদিকে আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে।নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম বলেছেন, গুলিবর্ষণের এই ঘটনায় তিনি ব্যথিত ও আতঙ্কিত।গভর্নর আরো বলেন, লাস ক্রুসেসে সহিংস অপরাধ গত বছরের তুলনায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এফবিআই, নিউ মেক্সিকো স্টেট পুলিশসহ অন্য আইন প্রয়োগকারী সংস্থা লাস ক্রুসেস পুলিশকে তদন্তে সহায়তা করছে। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে তদন্তকারীরা সক্রিয়ভাবে কাজ করছেন।আমেরিকায় বন্দুক সহিংসতা ক্রমেই বাড়ছে। ২০২৫ সাল শুরুর পর এ নিয়ে ৫৩টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102