ঝিনাইদহ সদরের একটি বিল থেকে আব্দুল লতিফ (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলার গোয়ালপাড়া এলাকার সোনাদহ বিল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। আব্দুল লতিফ ওই গ্রামের মৃত আইন উদ্দীনের ছেলে।রহস্য উন্মোচনের নায়ক ‘গোয়েন্দা’এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।৩৭ লাখ টাকা উদ্ধার হওয়া সেই নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতের দিকে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান আব্দুল লতিফ। সকালে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। পরে বিলের মাঠে গিয়ে মরদেহ দেখতে পায় তারা।