এআই স্টকের মূল্যবৃদ্ধির কারণে চলতি বছর বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদমূল্য সামগ্রিকভাবে ১২৪ বিলিয়ন বা ১২ হাজার ৪০০ কোটি ডলার বেড়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অন্তর্ভুক্ত ধনীদের সম্পদমূল্য এ বছর যতটা বেড়েছে, তার ৯৬ শতাংশ এই খাত থেকে এসেছে।
এআই স্টকের মূল্যবৃদ্ধি থেকে হুয়াংয়ের পর যে ধনকুবের সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন, তিনি হলেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। ধনীদের এই মূল্যবৃদ্ধির সূচকে তিনি পর পর দুই বছর দ্বিতীয় সেরা হয়েছেন। নিজেদের মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, থ্রেডস অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিভিন্ন সুবিধা নিয়মিত যুক্ত করছে মেটা। আর তাই গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) আয়ের পরিমাণ বেড়েছে মেটার। এতে এ বছর মার্ক জাকারবার্গের সম্পদ বেড়েছে ৩৭.১ বিলিয়ন ডলার। ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচক অনুযায়ী, সম্পদের এ বৃদ্ধির ফলে বিল গেটসকে অতিক্রম করে জাকারবার্গ এখন বিশ্বের চতুর্থ ধনীতে পরিণত হয়েছেন।
চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠান ওপেনএআইয়ে মাইক্রোসফটের বিনিয়োগের কারণে এই সফটওয়্যার কম্পানির সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমারের সম্পদমূল্যও বেড়েছে। আরেক প্রযুক্তি কম্পানি ডেলের কর্ণধার মাইকেল ডেলও এআই খাতে বিনিয়োগের ফসল ঘরে তুলতে পেরেছেন।
এআই স্টকের মূল্যবৃদ্ধির কল্যাণে আরো বেশ কয়েকজন নব্য বিলিয়নেয়ার তৈরি হয়েছে। সুপার মাইক্রো কম্পিউটার ইনকরপোরেশনের সহপ্রতিষ্ঠাতা চার্লস লিয়াংয়ের সম্পদমূল্য চলতি বছর তিন গুণ হয়েছে। ফলে তাঁর সম্পদমূল্য এখন ৬.২ বিলিয়ন বা ৬২০ কোটি ডলার।
সূত্র : ইকোনমিক টাইমস