আসছে দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী এবং কর্মী সমর্থকের প্রচারণায় জমে উঠেছে ঢাকা-১৮ আসনের নির্বাচনের প্রচারণা। সকাল থেকে নির্বাচন এলাকার বিভিন্ন অলিগলিতে ঘুরে ভোটারদের কাছে ভোট চান জাতীয় পার্টি প্রার্থী , স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দলের প্রার্থীরা।
এই আসনে নির্বাচন করছেন মোট ১০ জন প্রার্থী।
আওয়ামী লীগের প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরীর কেতলী প্রতিকে,জাতীয় পার্টির শেরেফা কাদেরে লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন ট্রাক, কল্যাণ পার্টির দয়াল কুমার বড়ুয়ার হাত ঘড়ি সহ সকল দলীয় প্রার্থীরা বিভিন্ন সড়ক ঘুরে ভোটারদের কাছে প্রতীকে ভোটের আবেদন জানান ।
বর্তমান এমপি হাবিব হাসানকে এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ার জন্য মনোনীত করেছিল। জাপার সঙ্গে দলের রফা হওয়ায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জোরালোভাবে ভোটের মাঠে রয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক খসরু চৌধুরী।
এদিকে ঢাকা ১৮ আসনের বেশিরভাগ কাউন্সিলর ও আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পদস্থ নেতাকর্মীরা যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ট্রাক মার্কার সাথে । এজন্য স্থানীয় ভোটারদের ধারণা-এ আসনে তৃমূখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
ভোটের মাঠে এই তিন প্রার্থীর কেউই পিছিয়ে নেই প্রচারণায়। সকাল থেকে সন্ধ্যা অব্দি নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সকলেই।