মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে সৃজনশীল বই বিতরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১০ বার পঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সময় প্রকাশন-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সময় প্রকাশন ও আবদুল আউয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সহায়তায় উত্তরা পাবলিক লাইব্রেরি শিশুদের পাঠাভ্যাস বৃদ্ধি ও আত্মজাগরণে ডা. লুৎফর রহমান রচিত ‘উন্নত জীবন’ বই ওয়েস্টার্ন ল্যাবরেটরী স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ওয়েস্টার্ন ল্যাবরেটরী স্কুলের অডিটরিয়ামে বই বিতরণ করা হয়।

বই বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন ও মূখ্য আলোচক ছিলেন মামস্-এম. এ. আউয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আউয়াল।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি ও দেশবরেণ্য অভিনেত্রী ডলি জহুর।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ইলা ইজ্ঞিনিয়ারিং এন্ড এয়ার কন্ডিশনিংয়ের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম (অব.) ও ওয়েস্টার্ন ল্যাবরেটরী স্কুলের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ মো. খায়রুজ্জামান।

অনুষ্ঠানে ওয়েস্টার্ন ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. বদরুজ্জামান দিদারের সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান।

উল্লেখ্য, এ কার্যক্রমের আওতায় উত্তরার বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে এই বই বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102