শনিবার, ২১ জুন ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে ১৫ আগষ্ট উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস  উপলক্ষ্যে উত্তরা পাবলিক লাইব্রেরির আয়োজনে রচনা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৫ আগষ্ট , মঙ্গলবার বিকাল ৪টায় উত্তরা পাবলিক লাইব্রেরি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য, অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অবসরপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক মাফিদা আকবর।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান। উত্তরা পাবলিক লাইব্রেরির কালচারাল কমিটির আহবায়ক আশরাফ উল আলম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন উত্তরা পাবলিক লাইব্রেরির পরিচালক মোছলেউদ্দিন আহমেদ।

উল্লেখ্য যে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার অংশগ্রহণকারী ‍বিজয়ী ৪০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102