আজ বুধবার বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের মাসিক যে তথ্য প্রকাশ করেছে তাতে এসব তথ্য উঠে এসেছে।
আজ বুধবার বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের মাসিক যে তথ্য প্রকাশ করেছে তাতে এসব তথ্য উঠে এসেছে।
তবে রপ্তানি খাত সংশ্লিষ্টদের আশা, চলতি অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও আগের অর্থবছরের চেয়ে কমবে না। তারা বলেন, বড় দেশগুলোতে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে ব্যাংকঋণে সুদের হার বাড়ানো, ঈদের মাসে উৎপাদন কম, গ্যাস-বিদুৎ সংকট এবং রপ্তানি ক্রয়াদেশ কমায় রপ্তানি কমছে।
গত বছরের এপ্রিল মাসে মোট রপ্তানি আয় হয়েছিল ৪৭৩ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার। সে অনুযায়ী গত বছরের এপ্রিল থেকে এ বছরের এপ্রিলে রপ্তানি আয় কমল ১৬ দশমিক ৫২ শতাংশ।