সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৪:০৯ অপরাহ্ন

উত্তরা অফিসার্স ক্লাবের সা. সম্পাদক দিলরুবা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৯০ বার পঠিত

উত্তরা অফিসার্স ক্লাবের ২০২৩-২০২৪ এর পরিচালনা কমিটির নির্বাচনে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 উত্তরা অফিসার্স ক্লাবের ৮ম বার্ষিক সাধারন সভা ও প্রথম বারের মত নির্বাচন (২০২৩ – ২০২৪) অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়।

শনিবার (০৪ মার্চ) উত্তরা অফিসার্স ক্লাবেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন দুপুর ২টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। এই নির্বাচনে দুটি প্যানেলে সাতটি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার সংখ্যা ৩৭৭ জন। এছাড়াও স্বতন্ত্র হিসেবে একজন প্রতিদ্বন্দ্বিতা করছে।

নির্বাচনে ৩৭৭ ভোটের বিপরিতে ৩১১ জন ভোটার তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে ১৫৫ ভোট পেয়ে শাহনওয়াজ দিলরুবা খান নির্বাচিত হন। অপর প্রার্থী যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান ভোট পান ১৫২। সাধারণ সম্পাদক পদটি যে কোন ক্লাবের জন্য অনেক গুরুত্বপূর্ণ পদ । অনেক প্রতিদ্বন্দ্বিতা মাধ্যমে বিজয় লাভ করেন দিলরুবা।

এ সময় ভোটাররা বলেন, খুবই সুন্দর ও মনোরম পরিবেশে উত্তরা অফিসার্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে অংশ গ্রহণ করা প্রত্যেক প্রার্থী, আমাদের খুব আপন জন। তাছাড়া নির্বাচনে যেই জয়ী হবে, সে সবাইকে নিয়ে আমাদের এই উত্তরা অফিসার্স ক্লাবের উন্নয়নে কাজ করবে। সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের প্রত্যাশা বলে জানান একাধিক ভোটার।

বিজয়ী সাধারণ সম্পাদক শাহনওয়াজ দিলরুবা খান বলেন, ক্লাবটি আমাদের সবার প্রাণের ঠিকানা, যা এখন আর স্বপ্ন নয়। কিন্তু এ প্রাণের ঠিকানাটি সুনিশ্চিত ও সুপ্রতিষ্ঠিত করতে আমাদেরকে নানা চড়াই-উৎরাই, হাসি-আনন্দ, সংশয়-সংকটের দীর্ঘপথ অতিক্রম করতে হয়েছে। উত্তরা অফিসার্স ক্লাব আমাদের সবার মাঝে অবিচ্ছেদ্য সেতুবন্ধন তৈরি করেছে। আমরা পরস্পরের কল্যাণ চিন্তা, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মেলবন্ধন সুদৃঢ় ও সুসংহত করার পাশাপাশি জাতীয় যেকোনেও দুর্যোগে সহযোগিতার হাত সম্প্রসারণ করে ক্লাবের কর্মপরিধি বৃদ্ধি করার চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102