‘গ্রুপ পর্বেই শেষ হবে বাংলাদেশের এশিয়া কাপ গল্প’
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
নেদারল্যান্ডসকে হারিয়ে হ্যাটট্রিক সিরিজ জিতেছে বাংলাদেশ। এতে এশিয়া কাপের প্রস্তুতিটা দারুণ হয়েছে। তবে দুর্দান্ত ছন্দে থাকার পরেও বাংলাদেশকে এশিয়া কাপের সুপার ফোরে দেখছেন না আকাশ চোপড়া। আকাশের মতে, গ্রুপ পর্বেই থেমে যাবে বাংলাদেশের দৌড়।নিজের ইউটিউব চ্যানেলে এমনটিই জানিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার। তিনি বলেছেন, ‘তারা বিশ্ব টুর্নামেন্টে অংশ নিয়েছে কিন্তু কখনো তাদের শিরোপার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয় না। এবার তারা সেটা করতে চাইবে। সে দিক থেকে অফুরন্ত সুযোগ।তবে সত্যিটা হচ্ছে তাদের কাজটা কঠিন। যদিও টি-টোয়েন্টিতে কোনো দলকেই হিসাবের বাইরে রাখার সুযোগ নেই। তবে আমার মনে হয় তারা আটকে যাবে। আফগানিস্তান ও শ্রীলঙ্কা তাদের গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারে।বাংলাদেশের গল্প গ্রুপ পর্বেই শেষ হবে।’বাংলাদেশ দল লিটন দাসের ওপর বেশি নির্ভরশীল বলে জানিয়েছেন আকাশ। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দুটিতে ফিফটি হাঁকানো বাংলাদেশি অধিনায়ককে নিয়ে ভারতের সাবেক ব্যাটার বলেছেন, ‘তাদের দুর্বলতা হচ্ছে, তারা লিটন দাসের ওপর বেশি নির্ভরশীল। লিটন একজন মানসম্মত খেলোয়াড়। তবে তার যে সামর্থ্য আছে, সে এখনো ততটা ভালো করতে পারেনি।এই মুহূর্তে সে দলের অধিনায়ক হওয়ায় অবশ্যই তার দিকে তাকিয়ে থাকবে দল। তবে তারা তার ওপর খুব বেশি নির্ভরশীল। আবার গুরুত্বপূর্ণ সময়ে দলটার ‘চোক’ করার প্রবণতা আছে।’এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামী ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টটি শুরু সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..