জাতীয় নির্বাচনে নির্ধারিত সময়সূচি থেকে পিছনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান অপরিবর্তিত থাকায় তারা নানা রাজনৈতিক সুরে বক্তব্য দিচ্ছে। তবে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন করতে বাধ্য।
ড. আসিফ নজরুল আরও জানিয়েছেন, জাতীয় নির্বাচনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে সময়সূচি ঘোষণা করেছেন, তা থেকে কোনোভাবে দেরি করা যাবে না। তিনি বলেন, “নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ।”
আইন উপদেষ্টা জানান, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশনের সংস্কার বিষয়ক সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় আইন প্রণয়ন কার্যক্রমও দু’মাসের মধ্যে সম্পন্ন করা হবে। এর ফলে নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।
ড. আসিফের এই মন্তব্য জাতীয় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নির্ধারিত সময়সূচি মেনে চলার গুরুত্বের প্রতি সরকারী অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত করছে।