বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

ট্রাম্পের দাবি: যুদ্ধ শেষ করার দায়িত্ব জেলেনস্কির

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

যুক্তরাষ্ট্রে সোমবার (১৮ আগষ্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সরাসরি আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, “এটা আমার যুদ্ধ নয়, তবে জেলেনস্কি এখনই যুদ্ধ শেষ করতে পারেন।”

বৈঠকে জেলেনস্কি ট্রাম্পের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং ত্রিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। ট্রাম্প বলেন, তিনি ও জেলেনস্কি উভয়ই যুদ্ধ বন্ধ চান এবং বিশ্বাস করেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও চাইবেন শান্তি।

তবে মার্কিন প্রেসিডেন্ট পরামর্শ দেন, ইউক্রেনকে তার কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে ছাড়ার জন্য প্রস্তুত থাকতে হতে পারে। ট্রাম্প ২০২৩ সালে বাইডেন প্রশাসনের সমালোচনাও করেন।

ওভাল অফিস বৈঠকের পর উভয় নেতা সাংবাদিকদের সামনে হাসিমাখা দৃশ্য উপস্থাপন করেছেন, তবে শান্তি আলোচনার বিস্তারিত এখনও গোপন রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102