বাঁচাও রাইড পরিষেবা ঐক্য পরিষদের আহ্বানে অ্যাপ-ভিত্তিক চালকদের বিভিন্ন সমস্যার আইনগত সমাধানের বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে সভার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন বিআরটিএ’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ আগস্ট ২০২৫ রোজ সোমবার সকাল ০৯.৩০ টায় সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
এমন প্রেক্ষিতে বাঁচাও রাইড পরিষেবা ঐক্য পরিষদের ৪ দফা দাবিতে আগামী ১৭ আগস্ট রবিবার বিআরটিএ প্রধান ভবনের সামনে ইতোপূর্বে ঘোষিত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।