বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

ফিটনেসবিহীন বাস চালু রাখতে সরকারের সঙ্গে মালিকদের বৈঠক

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে যথাক্রমে ২৫ ও ৩০ বছর করার দাবি সহ ৮ দফা দাবি নিয়ে সরকারের সঙ্গে বৈঠকে বসেছেন পরিবহন মালিকরা। বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) থেকে ঘোষিত পরিবহন ধর্মঘট বহাল থাকবে কিনা।

রোববার (১০ আগস্ট) বিকেল পৌনে ৪টায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। উপস্থিত আছেন মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলমসহ বিভিন্ন পরিবহন সংগঠনের নেতারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারা সংশোধন।

  • বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ বৃদ্ধি।

  • ফিটনেসবিহীন বা দূষণকারী যান চলাচলে অযোগ্য ঘোষণা।

  • পুরোনো গাড়ি চলাচলের পূর্বের নিয়ম বহাল রাখা।

  • বিআরটিএর পুরোনো গাড়ি বিরোধী অভিযান স্থগিত।

  • বাণিজ্যিক যানবাহনের দ্বিগুণ অগ্রিম আয়কর কমানো।

  • রিকন্ডিশন যানবাহন আমদানির মেয়াদ বৃদ্ধি।

  • মহাসড়কে অনুমোদনবিহীন হালকা যানবাহনের পৃথক লেন চালু।

বৈঠকের শুরুতে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “আমরা রাজনৈতিক পক্ষ নই, প্রতিপক্ষও নই। তবে মেয়াদোত্তীর্ণ যানবাহন সড়ক থেকে সরাতে হবে। দাবিগুলো যাচাইয়ে এক মাস সময় লাগবে।”

বৈঠক শেষে ১২ আগস্টের ধর্মঘট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102