শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

ব্রাজিল থেকে আসা কন্টেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত, খালাস স্থগিত

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ব্রাজিলের মানাউস বন্দর থেকে আসা স্ক্র্যাপ লোহার একটি কন্টেইনারে তেজস্ক্রিয় উপাদানের উপস্থিতি শনাক্ত হয়েছে চট্টগ্রাম বন্দরে। বন্দরের মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম এ বিষয়টি ধরা পড়ে।

চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান জানান, নিরীক্ষার সময় রেডিয়েশন এলার্ম পাওয়া গেলে কন্টেইনারটি খালাস বন্ধ রাখা হয় এবং আলাদা স্থানে সরিয়ে রাখা হয়। পরমাণু শক্তি কমিশনকে পরীক্ষা ও মাত্রা নিরূপণের জন্য চিঠি দেওয়া হয়েছে।

৩ আগস্ট ‘এমভি মাউন্ট ক্যামেরন’ জাহাজে করে কন্টেইনারটি পানামা, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ঢাকার ডেমরার আল আকসা স্টিল লিমিটেড ব্রাজিল থেকে মোট পাঁচটি কন্টেইনারে স্ক্র্যাপ লোহা আমদানি করে, যার মধ্যে একটি কন্টেইনারে এই তেজস্ক্রিয়তা শনাক্ত হয়।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, “রেডিয়েশন সেন্সরে সংকেত পাওয়ায় কন্টেইনারটি আপাতত আটক রাখা হয়েছে।”

বন্দরে বিদেশ থেকে আসা কন্টেইনারের তেজস্ক্রিয়তা শনাক্তে যুক্তরাষ্ট্রের অর্থায়নে স্থাপিত সিস্টেমটি কার্যকরভাবে কাজ করছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102