বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

জননিরাপত্তায় এক বছরের যুগান্তকারী সাফল্য

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকার পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং পেশাদারিত্বের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গত এক বছরে ব্যাপক সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে, উৎসব ও জনজীবনে ফিরেছে স্বস্তি।

পুলিশ সংস্কার ও আধুনিকায়ন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত স্বাধীন জাতীয় পুলিশ কমিশন, পুলিশ অ্যাক্ট-১৮৬১ ও পিআরবি সংশোধন, বিশেষায়িত ইউনিটের বিধি হালনাগাদ, যুগোপযোগী নতুন আইন প্রণয়ন, ৯৯৯ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, এপিবিএন ও অন্যান্য ইউনিটের আধুনিক প্রশিক্ষণ ও লজিস্টিক উন্নয়নের মাধ্যমে পুলিশি দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। অনলাইন জিডি সেবা চালু হওয়ায় জনগণের পুলিশি সেবা প্রাপ্তি সহজ হয়েছে।

সীমান্ত নিরাপত্তা জোরদার
বিজিবি নিয়োগ কাঠামো সংস্কার, সীমান্তে স্ট্রং পয়েন্ট বিওপি স্থাপন, ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা সংযোজন, অপ্রাণঘাতী অস্ত্র সরবরাহ এবং দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেছে।

অন্যান্য বাহিনীর উন্নয়ন উদ্যোগ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নীতিমালা সংস্কার ও অবকাঠামো উন্নয়ন, কোস্ট গার্ডে নতুন পদ সৃষ্টি, রেসকিউ বোট পরিচালনা এবং জরুরি সেবা চালুর পদক্ষেপ চলছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের আইন, নাম ও কাঠামো সংস্কারের কাজও অগ্রসর হয়েছে।

ফলাফল
এসব উদ্যোগের ফলে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও দক্ষ, জনবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠেছে। জনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত হওয়ায় দেশের আর্থ-সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102