আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোকে দ্রুতই চূড়ান্ত রূপ দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
আজ মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন। খবর বাসস-এর।
অধ্যাপক রীয়াজ বলেন, ৩১শে জুলাইয়ের মধ্যে অর্থাৎ, আগামী তিনদিনের মধ্যে সনদের চূড়ান্ত রূপে পৌঁছাতে হবে। এতদিনের দীর্ঘ ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেটির চূড়ান্ত রূপ দেওয়ার লক্ষ্যেই আমাদের কাজ।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব মতামত এসেছে, সেগুলোর সমন্বয়ে একটি প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রতিটি দলের নিজস্ব অবস্থান রয়েছে। সেই অবস্থান বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে কমিশন। সময় একটু বেশি লাগলেও পরবর্তী আলোচনা অনেক সহজ হয়ে যাবে।
তিনি জানান, গতকাল কমিশনের ২০তম বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে জুলাই সনদের খসড়া হস্তান্তর করা হয়েছে।
খসড়াটি সম্পর্কে তিনি বলেন, “আপনাদের কাছে যে প্রাথমিক খসড়া দেওয়া হয়েছে, তার ওপর আগামীকালের (বুধবার) মধ্যে যেকোনো ধরনের মন্তব্য প্রত্যাশা করছি। সেইসঙ্গে আমরা চেষ্টা করছি, যেসব বিষয়ে প্রাথমিকভাবে ঐকমত্য হয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করে আজ বা আগামীকালের মধ্যেই সংশোধিত খসড়া দলগুলোর কাছে পৌঁছে দিতে।”
কমিশনের প্রতি আন্তরিকতা ও সহনশীলতার জন্য রাজনৈতিক দলের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।