রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠায় মাঠে সক্রিয় কিছু গোষ্ঠী

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার দুপুরে মৌলভীবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির পদযাত্রা শেষে এক সমাবেশে বললেন, “বাংলাদেশে ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। বাহাত্তরের সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বের হতে চাই।”

নাহিদ ইসলাম আরও যোগ করে বলেন, “জুলাই-আগস্টে আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে বাংলাদেশকে আমরা পরিচালিত হতে দেবো না। কিন্তু অভ্যুত্থানের পরে নানা শক্তি পুরনো সিস্টেমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে।”

আমরা সম্প্রীতির রাজনীতি করতে চাই। এই সম্প্রীতির রাজনীতি আমরা পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে দিবো-উল্লেখ করেন তিনি।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে এনসিপি। পাশাপাশি বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করা হবে।

এর আগে, সকালে পদযাত্রায় অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

সকালে সিলেটের বীর শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। বিচার এবং সংস্কার নিয়ে শহীদের গর্বিত স্বজনেরা তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102