শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন

ঈদ উপহার বিতরণ করল সাতাউক উন্নয়ন ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক 
  • আপডেট টাইম: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২১১ বার পঠিত

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল সমাজসেবী সংগঠন ‘সাতাউক উন্নয়ন ফাউন্ডেশন’।

আজ রোববার (১৬ এপ্রিল) সংগঠনটির সভাপতি মোহাম্মদ নাজমুল হক (কামাল)-এর নেতৃত্বে ও কমিটির অন্যান্য দায়িত্বশীলদের উপস্থিতিতে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে সংগঠনটির সভাপতি মোহাম্মদ নাজমুল হক (কামাল) বলেন, এলাকাবাসীর সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের একমাত্র লক্ষ্য। এরই ধারাবাহিকতায় ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্ঠা।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মুখলেছুর রহমান রানা বলেন, ঈদ আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করতে সংগঠনের উদ্যোগে আমরা গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করছি। এসময় তিনি ভবিষ্যতে এধরণে কার্যক্রম অব্যাহত থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102