রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১: আইএসপিআর

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি FT-7 BGI যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

আজ মঙ্গলবার দুপুর ২টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।

আইএসপিআর জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আশঙ্কা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে নেমে আসে এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আছড়ে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, মুহূর্তেই ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আগুন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। আশপাশের বাসিন্দা ও অভিভাবকদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উত্তরা ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

এদিকে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদ ঘটনাস্থলেই শহীদ হন। তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কুর্মিটোলা ঘাঁটিতে ফিউনারেল প্যারেডের মাধ্যমে বিদায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102