বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

ভালো মানুষ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উন্নয়নের পথে এগিয়ে নিতে শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, প্রয়োজন মানবিক গুণাবলি ও শৃঙ্খলার—এমন বক্তব্য দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, একজন প্রকৌশলী শুধু দক্ষ হলেই চলবে না, তাঁকে একজন ভালো মানুষ ও মানবিক নাগরিকও হতে হবে; তবেই প্রকৃত অর্থে দেশের উপকার হবে।

শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম। তবে দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ না করলে সেই শিক্ষা পূর্ণতা পায় না। উন্নয়নের জন্য তাই আগে ভালো মানুষ হওয়া জরুরি।”

সম্মেলনের সমাপনী দিনে সেনাপ্রধান পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কার প্রদান করেন। তিনি বলেন, “বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সম্ভাবনা অনেক। সে সম্ভাবনা বাস্তবায়নের জন্য মানবিক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে হবে।”

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণাসহ প্রকৌশল বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা শিল্পায়ন, প্রযুক্তিগত উৎকর্ষ এবং মানবকল্যাণে প্রকৌশল শিক্ষার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মত বিনিময় করেন।

এই আয়োজন থেকে পাওয়া শিক্ষার প্রতিফলন দেশের উন্নয়ন নীতিতে যাতে সঠিকভাবে কার্যকর হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন সেনাপ্রধান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102