দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৭ জুলাই-১০ জুলাই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৪৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৪৯ শতাংশ।
সপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে বিচ হ্যাচারি লিীমটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৪ কোটি ০২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ২১ শতাংশ।
এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল রিসোর্টের ১২ কোটি ৬২ লাখ টাকা, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিমের ১২ কোটি ১০ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমেটেডের ১২ কোটি ১০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি টাকা, অগ্নি সিস্টেম লিমিটেড ৯ কোটি ৩৫ লাখ টাকা, সিটি ব্যাংক লিমিটেডের ৯ কোটি ১৩ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৯ কোটি ১০ লাখ টাকা।