রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

মিডফোর্ডের ঘটনা ছিল আইয়্যামে জাহেলিয়াতের মতো: জাতীয় যুবশক্তি নেতা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মিডফোর্ডে যুবদলের নেতাকর্মীদের দ্বারা ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাকে ‘আইয়্যামে জাহেলিয়াত’ যুগের সাথে তুলনা করেছেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

১১ জুলাই রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে যুব আলেমদের অবদান শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে ফরহাদ সোহেল বলেন, আমি বিএনপিকে হুঁশিয়ার করে বলতে চাই- আপনাদের মধ্যে যদি আওয়ামী ছায়া দেখা যায়, বাংলাদেশের মানুষ তাহলে চুপ করে থাকবে না। বাংলাদেশের মানুষ আবার জুলাইকে নিয়ে আসবে।

বক্তব্যে তিনি বলেন, গত বুধবার মিটফোর্ডের যে ঘটনা ছিল- এটা আইয়্যামে জাহেলিয়াতের মতো ঘটনা।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটা মানুষকে খোলা ময়দানে দিবালোকে আপনি পাথ দিয়ে ছেঁচে মেরে ফেলতেছেন। আওয়ামী লীগের পর আপনি নতুন করে মানুষ মারার লাইসেন্স নিয়েছেন?

বক্তব্যে মূখ্য সংগঠক অভিযোগ করে বলেন, আমরা যখন আমাদের নাগরিক পার্টির শাপলা মার্কার জন্য আবেদন করি। তখন আমাদের ছাত্রদলের এক ভাই বলে- শাপলা আর ধানের শীষের মাঝে পার্থক্য মানুষ বুঝবে না। কিন্তু, আপনারা এখন এমন সিচুয়েশন তৈরি করেছেন নৌকা আর ধানের শীষের মাঝে মানুষ পার্থক্য দেখছে না।

এ সময় বিএনপির হাই কমাণ্ডের উদ্দেশ্যে ফরহাদ সোহেল বলেন, আপনারা আপনাদের পেটোয়া বাহিনী সামলান। আমরা চাই- রাজনৈতিক বন্দোবস্ত। আমরা ক্ষমতার চেয়ে জনগণের নিরাপত্তার বিষয়টি আগে গুরুত্ব দিব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102