চলতি ২০২৫ সালের আর্থিক বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের আর্থিক সূচকে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ২৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ২৪ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৪ পয়সা।
শুধু আয় নয়, সম্পদ মূল্যেও উন্নতি লক্ষ্য করা গেছে। প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (নেট অ্যাসেট ভ্যালু বা এনএভি) দাঁড়িয়েছে ৫২ টাকা ২ পয়সা, যেখানে আগের বছর একই সময় ছিল ৪৯ টাকা ৭৪ পয়সা। অর্থাৎ এনএভিতে প্রবৃদ্ধি হয়েছে ২ টাকা ২৮ পয়সা।
এই সূচকগুলো কোম্পানিটির আর্থিক ভিত্তি ও পরিচালন দক্ষতার উন্নতির ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে বাজারে টেকসই প্রভাব ফেলতে কোম্পানিটির ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।