রাশেদ খাঁন বলেন, আমি ড. মুহাম্মদ ইউনূস স্যারের কাছ থেকে আরো ভালো কিছু প্রত্যাশা করেছিলাম। কিন্তু তিনি নিজ বিভাগ চট্টগ্রাম, আত্মীয় স্বজন ও এলিট সার্কেল ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারেননি। দেশ পরিবর্তনের জন্য শিক্ষা, চিকিৎসা খাতের সুদূরপ্রসারী পরিবর্তন করা দরকার ছিল। কিন্তু গ্রামীণ বাংকের ম্যানেজার দিয়ে চিকিৎসা খাত মেরামত করাচ্ছেন তিনি, আর শিক্ষা উপদেষ্টা পরিবর্তনের পর থেকে নতুন উপদেষ্টার কোনো কাজ তো দৃশ্যমান নয়।১১ মাসে অনেক কাজ করে তাক লাগিয়ে দিতে পারতেন তিনি। কিন্তু সেই পুরনো আত্মীয় ও দলীয়করণ ছাড়া আর নতুন কিছুই দেখলাম না।সত্য কথা বলতে গেলে দালাল ও সুবিধাভোগীরা বেজার হবে জানিয়ে রাশেদ খাঁন বলেন, কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে। একজন নিরীহ ও সহজসরল মানুষকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন, যিনি জনগণের মনোযোগ কাড়তে আকর্ষণীয় অভিনয় কাজ করে যাচ্ছেন। কিন্তু অভিনয় করে তো আইনশৃঙ্খলা পরিস্থিতির ঠিক করা যায় না, যোগ্যতার প্রয়োজন আছে।